শঙ্কা উড়িয়ে অনুশীলনে অধিনায়ক মাশরাফি

35

শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। খেলার মতো ফিট নন মাশরাফি, গত ১৩ জুলাই বলেছেন পাপন।
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার অবশ্য জানিয়েছিলেন, দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাবেন তিনি। মাশরাফির শ্রীলঙ্কা সফর এখনও দোদুল্যমান থাকলেও ইতোমধ্যে অনুশীলনে ফিরেছেন দেশসেরা এই অধিনায়ক।
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে সময় দিয়েছেন মাশরাফি। মিরপুরে জিমে ২০ মিনিটের মতো ছিলেন তিনি। সাইক্লিং করেছেন এ সময়ে। সব সময়ের মতো লোয়ার বডি নিয়ে কাজ করেছেন তিনি।
বোলিং কিংবা রানিং কিছুই করেননি তিনি। শুধুমাত্র জিমে সময় দিয়েই বিসিবি ছেড়েছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।
শ্রীলঙ্কা সিরিজের আগে নিজেকে প্রস্তুত করতে চাইছেন মাশরাফি। কারণ সফরে যাওয়ার আগে একটি ফিটনেস টেস্ট দিতে হবে ওয়ানডে অধিনায়ককে, বলেছিলেন বাশার।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন ডানহাতি এই পেসার। তবু সে সময় বিশ্রাম নেননি তিনি। দলকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম শিরোপা। সে সময় দলের ফিজিও থিহান চন্দ্রমোহন স্ক্যান করাতে বললেও শোনেননি মাশরাফি।
ইনজুরি নিয়ে পুরো বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। ইনজুরির প্রভাব তাঁর বোলিংয়ে পরিলক্ষিত হয়েছে। বিশ্বকাপে আট ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্টের শেষের দিকে এসে ছোট রান আপে বোলিং করতে দেখা গেছে তাঁকে।
তাই ডানহাতি এই পেসারকে নিয়ে এখনও নিশ্চয়তা দিতে পারছেন না বিসিবি সভাপতি।