শওকত হাফিজ খান রুশ্নির স্মরণসভা

35

কবি শওকত হাফিজ খান রুশ্নি ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। বিএলএফএর অন্যতম সদস্য হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ও ছাত্রলীগের অন্যতম নেতা। মহান স্বাধীানতা সংগ্রামে তাঁর অবিস্মরণীয় অবদান জাতি আজীবন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। বীর মুক্তিযোদ্ধা ও কবি শওকত হাফিজ খান রুশ্নির ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৩১ জানুয়ারি বিকাল ৫ টায় মোমিন রোডস্থ কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ও ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. জামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কিরণ লালা আচার্য্য। বিশেষ অতিথি ছিলেন ওস্তাদ মোহন লাল দাশ স্মৃতি সংসদের সভাপতি ওস্তাদ ও কবি স্বপন কুমার দাশ, সিটিজি পোস্ট ডটকমের সম্পাদক স ম জিয়াউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি