শওকত হাফিজ খানের স্মরণসভা

25

কবি ও মুক্তিযোদ্ধা শওকত হা-িফজ খান রুশ্নি ছিলেন আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী। বিএলএফ-এর অন্যতম সদস্য হিসেবে তাঁর অবদান অবিস্মরণীয়। তিনি ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ও ছাত্রলীগের অন্যতম নেতা। এ মহান বীর সন্তানের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩১ জানুয়ারি বিকেল ৫টায় দোস্ত বিল্ডিং চত্বরে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদের সভাপতিত্বে ও জসিম উদ্দিনের সঞ্চালনায় অতিথি আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শামসুদ্দীন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, বীর মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এ.কে.এম. আবদুল মতিন চৌধুরী, মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, মুকিযোদ্ধা সুভাষ চন্দ্র চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রদীপ বরণ মজুমদার, মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন শাহ, মুক্তিযোদ্ধা আবদুল খালেক সিকদার, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা অঞ্জন কুমার সেন, মুক্তিযোদ্ধা মিনু রাণী দাশ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসলাম খান, নজরুল ইসলাম মোস্তাফিজ প্রমুখ। বিজ্ঞপ্তি