ল স্টুডেন্ট’স সোসাইটি বিজিসি ট্রাস্ট ভার্সিটির অভিষেক

60

চিটাগাং লইয়ার্স এন্ড ল স্টুডেন্টস সোসাইটি(সি.এল.এল.এস.এস.)’র বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান নগরীস্থ এক অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ শামসুল হক টিটুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জয়ন্ত তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডঃ কে.আর. এম. খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক(আইন) মো. আব্দুল হান্নান, কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ ইমরান, অ্যাডঃ সুব্রত শীল রাজু, অ্যাডঃ সাজ্জাদ হোসেন জুয়েল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডঃ পলটন দাশ ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডঃ ফিরোজ উদ্দিন তারেক প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর এ বি এম আবু নোমান বলেন, সমাজের প্রতিটি স্তরে নিপীড়িত জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে অধিকার আদায়ে ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিজ্ঞ বিচারক, আইনজীবী, আইনের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধনের ক্ষেত্রে সি.এল.এল.এস. এর ভূমিকা অপরিসীম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অত্র শাখার নবনির্বাচিত সহ-সভাপতি এবং ব্লা’র সভাপতি অ্যাডঃ সুলতান মহিউদ্দিন জনি, শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরবর্তীতে অ্যাডঃ হাবিবুর রহমানকে সভাপতি ও অ্যাডঃ জান্নাতুল ফেরদৌস মুক্তাকে সাধারন সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নবনির্মিত কমিটির ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি