লড়াইটা হবে সাকিব আর রুবেলের

42

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনাল আজ। এখানে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। এই লড়াই ছাড়াও কাল আরও একটি লড়াই হবে। সেটা হবে ঢাকার দুই বোলার সাকিব আল হাসান ও রুবেল হোসেনের মধ্যে।
তাদের লড়াইটা মূলত সর্বোচ্চ উইকেট শিকারির তকমা পাওয়ার। এই মুহূর্তে ২২ উইকেট নিয়ে শীর্ষে আছেন তিন বোলার। তারা হলেন ঢাকার সাকিব আল হাসান, সিলেটের তাসকিন আহমেদ ও রংপুরের মাশরাফি বিন মুর্তজা।
তাদের ঠিক পেছনেই আছেন ২১ উইকেট নিয়ে ঢাকার রুবেল হোসেন। ১৮ উইকেট পেয়েছেন কুমিল্লা মোহাম্মদ সাইফউদ্দিন ও ঢাকার সুনিল নারাইন।
মাশরাফি আর তাসকিনের দল ইতোমধ্যেই বিপিএল থেকে বিদায় নিয়েছেন। তার মানে সেরা হওয়ার দৌড়ে তারা আর নেই। এখন আছেন সাকিব, রুবেল, নারাইন আর সাইফউদ্দিন।
সাইফ আর নারাইনের উকেট ১৮টি, সেখানে শীর্ষে থাকা সাকিবের ২২টি। তাকে ধরতে হলে বেশ অসাধ্যই সাধন করতে হবে নারাইন আর সাইফকে। তবে রুবেলের জন্য সাকিবকে ধরা এতটা কষ্টকর হবে না। কারণ সাকিবের চেয়ে মাত্র ১ উইকেট কম রুবেলের।