লোহাগাড়ায় ৩ পরিবারের বসতবাড়ি আগুনে পুঁড়ে ছাই

40

লোহাগাড়ায় পূর্ব কলাউজান হরিণা এলাকায় ৩ পরিবারের বসতবাড়ি আগুনে পুঁড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় বাড়িতে থাকা নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা, প্রয়োজনীয় সনদপত্র, টিভি, ফ্রিজ, ৫০ হাজার টাকা মূল্যের পানির পাম্প মেশিন, দেড়শ আঁড়ি ধান, ২টি বৈদ্যুতিক মিটার, মূল্যবান আসবাবপত্র, কাপড়-ছোপড় ও বাড়ির ব্যবহৃত প্রয়োজনীয় সব জিনিসপত্র পুঁড়ে ছাই হয়ে যায়। এতে তিন পরিবারের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ফরিদুল আলম, হাফেজা খাতুন মো. সব্বিরের স্ত্রী পপি আক্তার জানিয়েছেন। এ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার মৃত ওবাইদুল হকের পুত্র মো. ফরিদুল আলম, আব্দুল মাবুদের পুত্র মো. সব্বির ও মৃত ছিদ্দিকের স্ত্রী হাফেজা খাতুন। স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ফরিদুল আলম বলেন, ঘটনার সময় আমি বাড়ির বাইরে ছিলাম। চাষের জন্য একটি ট্রাক্টর ও পানির পাম্প মেশিন ক্রয় করার জন্য অনেক কষ্টে জমানো প্রায় দেড় লক্ষ টাকা আগুনে পুঁড়ে ছাই করে ফেলেছে। বর্তমানে সর্বস্ব হারিয়ে ৭ সদস্যের পরিবার নিয়ে দিশেহারা হয়ে খোলা আকাশের নিচে খুবই মানবেতর জীবনযাপন করছি। ক্ষতিগ্রস্ত হাফেজা খাতুন জানান, অগ্নিকান্ডের সময় ডাক্তার দেখানোর জন্য আমি উপজেলা সদর বটতলী স্টেশনে ছিলাম। তাই বাড়ি থেকে কোন জিনিসপত্রই রক্ষা করতে পারেনি। এখন এক কাপড় নিয়েই খোলা আকাশের নিচে বসবাস করছি।
এদিকে, অগ্নিকান্ডের পরপরই কলাউজান ইউপি চেয়ারম্যান এম ওয়াহেদ ও কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইসহাক মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাহায্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।