লোহাগাড়ায় হাতির আক্রমণে এবার প্রহরী নিহত

45

লোহাগাড়ায় হাতির আক্রমণে মর্মান্তিকভাবে নিহত হলেন এক প্রহরী। তার নাম মো. শাহাব উদ্দিন (৫৫)। তিনি চকরিয়ার বড় ভেওলা ইউনিয়নের মৃত নুরুল হোসেন বলির পুত্র ও কলাউজান-বিবিবিলা সড়কের নির্মাণাধীন একটি ব্রিজের পাহারাদার বলে জানা গেছে। গত মঙ্গলবার রাত ২টার দিকে উত্তর কলাউজান এলাকায় এ ঘটনাটি ঘটে।
কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. ইসমাঈল জানান, গত মঙ্গলবার রাত ২টার দিকে উত্তর কলাউজান এলাকায় একদল বন্যহাতি তান্ডব চালায়। এ সময় শাহাব উদ্দিন হাতি তাড়ানোর চেষ্টা করলে আক্রমণের শিকার হন। এ সময় হাতির দল তাকে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই নিহত হন।
গতকাল বুধবার সকাল ৬টার দিকে উত্তর কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার পূর্বপাশে নির্মাণাধীন ব্রিজের পাশে নিহতের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, কলাউজানে হাতির আক্রমণে এক পাহারাদারের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট রেকর্ডসহ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদ বলেন, ৩ দিনের ব্যবধানে বন্যহাতির আক্রমণে দুইজনের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে আমি বনবিভাগ ও ঊর্ধ্বতন প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছি।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজবিলার লোকালয়ে ঢুকে তাÐব চালায় বন্যহাতির দল। এ সময় হাতির আক্রমণে নুরুল আলম নামে এক কৃষক নিহত হন।