লোহাগাড়ায় সাড়ে ৬ হাজার ইয়াবাসহ আটক দুই যুবক

81

লোহাগাড়া দিয়ে পাচারকালে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত ৩০ মে সাড়ে ৪ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গলিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি গত শনিবার রাত ১০ টায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ ঘটনায় আটককৃতরা হল কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী এলাকার আব্দুল গফুরের ছেলে জয়নাল উদ্দিন (১৮) ও কক্সবাজার সদরের খুরুস্কুর এলাকার কালু মিয়ার ছেলে কলিম উল্লাহ (৩৫)। লোহাগাড়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানান, কক্সবাজার থেকে মিনি ট্রাকের পেছনে করে দুই মাদক পাচারকারী একটি ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম শহরের দিকে রওনা হয়েছে এমন গোপন সংবাদের ভিক্তিতে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা ও লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদের নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স আগে থেকেই চুনতি জাঙ্গলিয়ায় অবস্থান নেন।
এক পর্যায়ে সন্দেহ হলে মিনি ট্টাকটিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। পরে মিনি ট্টাকের পেছনে বসা জয়নুল ও কলিমের দেহে তল্লাশী চালালে তাদের দেহে সাড়ে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় আটক করে তাদেরকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের পেশাদার ইয়াবা পাচারকারী এবং ইয়াবার চালানটি নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন বলে স্বীকার করেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, আটকৃতদের বিরুদ্ধে উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।