লোহাগাড়ায় ফের বিক্রি নিষিদ্ধ ধনিয়া-জিরার গুঁড়া ও ঘি জব্দ

34

লোহাগাড়ায় ফের অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ২৭শ গ্রাম ধনিয়ার গুঁড়া, ৮৪৫ গ্রাম জিরার গুঁড়া ও ১৩শ গ্রাম ঘি জব্দ করা হয়েছে। গত ৩ জুলাই, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ শের আলী। জানা যায়, লোহাগাড়া উপজেলার আধুনগর খান হাটে ওসমান স্টোর থেকে রাঁধুনীর ৪৫০ গ্রাম জিরার গুঁড়া, ১ হাজার ৫০ গ্রাম ধনিয়ার গুঁড়া ও ১২শ গ্রাম প্রাণ প্রিমিয়াম ঘি, চুনতি বাজারের শাহ জব্বারিয়া ডিপার্টমেন্টাল স্টোর থেকে রাঁধুনীর ৪৫ গ্রাম জিরার গুঁড়া, ১৩শ গ্রাম ধনিয়ার গুঁড়া ও ১শ গ্রাম প্রাণ প্রিমিয়াম ঘি, একই বাজারের হোসাইন স্টোর থেকে রাঁধুনীর ৩৫০ গ্রাম জিরার গুঁড়া ও বটতলী মোটর স্টেশনের সততা স্টোর থেকে রাঁধুনীর ৩৫০ গ্রাম ধনিয়ার গুঁড়া জব্দ করা হয়।
মুহাম্মদ শের আলী জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ও হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ২১ ব্র্যান্ডের পণ্যের বিরুদ্ধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গত ১৩ জুনের আদেশ মোতাবেক এ অভিযান করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।