লোহাগাড়ায় ফসলি জমিতে ইটভাটা তৈরির কার্যক্রম বন্ধের দাবি

43

লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান বাংলা বাজারের দক্ষিণে মালিপাড়া ও বাহাদুর পাড়া এলাকায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাগালের ভিতরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ফসলী জমিতে পাহাড় কেটে গড়ে উঠছে নতুন ইটভাটা। এই ইটভাটা নির্মাণ কার্যক্রম বন্ধের দাবি লিখিত আবেদন করেছেন এলাকার স্থানীয় জনসাধারণ। জানা যায়, এ ব্যাপারে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হলে উপজেলা প্রশাসন সাময়িক কাজ বন্ধ করে। কিন্তু কয়েকদিন পর অজ্ঞাত কারণে আবারও ব্যাপকভাবে ওই অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম শুরু হয়। ফলে স্থানীয় এলাকার ভুক্তভোগী প্রায় দুই শতাধিক কৃষক ও সচেতন মহল স্বাক্ষরিত অভিযোগপত্র চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বরাবরে ফের ওই ইটভাটা নির্মাণ কার্যক্রম বন্ধের জন্য লিখিত আবেদন করেন। এরপর কয়েকদিন কাজ বন্ধ থাকলেও পুণরায় পুরোদমে ইটভাটা নির্মাণ কাজ শুরু হয়। পুণরায় ওই ইভাটার নির্মাণ কার্যক্রম বন্ধের জন্য গত ২৫ মার্চ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পদ্মাসন সিংহ সাংবাদিকদের জানান, পশ্চিম কলাউজানে সাধারণ মানুষ ও শিক্ষাপ্রতিষ্ঠানের অভিযোগ পেয়ে পরিবেশ নষ্টের কারণে নতুন ইটভাটা নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।