লোহাগাড়ায় পূজামন্ডপে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

27

 

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লোহাগাড়া উপজেলার ৬৭টি পূজামন্ডপে প্রধানমন্ত্রীর পক্ষে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। গত ২৫ অক্টোবর লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় শেষে আনুষ্ঠানিকভাবে ৬৭টি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের হাতে আর্থিক অনুদান তুলে দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা কমিটির সদস্য সুজিত পাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রীনিবাস দাস সাগর, কেন্দ্রীয় যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল কবির সেলিম, হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি গোপাল বড়ুয়া, পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শিবু রঞ্জন পাল, সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথ, সহ-সভাপতি মাস্টার প্রদীপ কুমার দাশ, প্রসেনজিৎ পাল, মাস্টার অসীম দাশ, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার রিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজিব কান্তি দাশ, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ূন কবীর, যুবলীগ নেতা ইকবাল বাহাদূর, পদুয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আকতার হোসেন ফরিদ, যুবলীগ নেতা হারুন, ইকবাল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, এরশাদুর রহমান রিয়াদ, বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আমানুল হক, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, জামশেদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি