লোহাগাড়ায় পুড়ে গেছে তিন বসতবাড়ি

24

লোহাগাড়ায় উত্তর কলাউজানের হিন্দু হাটের সেন পাড়ায় তিন বসতবাড়ি ও এক গোয়ালঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তরা হলেন সেন পাড়ার রাজ বিহারীর পুত্র তাপস দাশ, লাতু দাশ, ভান্ডা সেনের পুত্র শংকর সেন ও শ্যামল দাশ। অগ্নিকাÐে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শ্যামল দাশের গোয়াল ঘরে ধোঁয়া দিয়ে গরুকে ঘাস খাওয়ানোর সময় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে গোয়ালঘরসহ সংলগ্ন তিনটি বসতঘর পুড়ে যায়। তবে গোয়ালঘরে থাকা গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত লাতু দাশ জানান, পরিবারের সদস্যরা কোন মালামাল রক্ষা করতে পারেনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।