লোহাগাড়ায় নিসচা’র আহব্বায়ক কমিটি গঠিত

44

নিরাপদ সড়ক চাই (নিসচা)’র লোহাগাড়া উপজেলা শাখার আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন ২০১৮-২০১৯ মেয়াদের জন্য ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে তরুণ সংগঠক মোজাহিদ হোছাইনকে আহব্বায়ক, জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ আল সায়েমকে যুগ্ম আহব্বায়ক, শাহেদ ফেরদৌস হিরুকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া ডা. মো. ওমর ফারুক, আবদুল আলিম, মো. আবু ছিদ্দিক, মো. আবদুল্লাহ বাবলু, মো. ফারুক হোছাইন, প্রেমানন্দ দাশ, এড. শিহাব উদ্দীন, রিদওয়ানুল হাকিম চৌধুরী, হোছাইন মো. শারফু, মো. হেলাল উদ্দীন, আমিনুল ইসলাম, শাহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম, মো. নাছির উদ্দীন মুন্না, রাজিব দাশ, মো. হেলাল উদ্দীন, মো. এহেছানুল করিম, মো. হেলাল উদ্দীন, মো. তফসির কে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চনের নেতৃত্বে নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে নিসচা নিরাপদ সড়কের বাস্তবায়নে ও সড়ক দুর্ঘটনা কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে নিসচা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত একটি সামাজিক সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে। বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ জেলা ও উপজেলায় নিসচা শাখা রয়েছে। নবনির্বাচিত লোহাগাড়া শাখার আহব্বায়ক মোজাহিদ হোছাইন বলেন, লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিকে ‘জীবন বাঁচাও, আওয়াজ তোল’ এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখা কর্তৃক গত শনিবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া মোটর স্টেশন প্রদক্ষিণ করে। এ সময় লোহাগাড়া মোটর স্টেশনের বিভিন্ন পয়েন্টে যাত্রী সাধারণ, ড্রাইভার ও পথচারীদের মাঝে জনসচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এই কর্মসূচীতে একাত্মতা পোষণ করে সার্বিক সহযোগিতা করেন লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মুজিবুর রহমান ও সার্জেন্ট মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া নিরাপদ সড়ক চাই’র আহবায়ক মুজাহিদ হোসাইন, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ আল সায়েম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।