লোহাগাড়ায় তিন মাদক পাচারকারী আটক

11

 

লোহাগাড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ২০০ পিস ইয়াবা, ৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার এবং পাচারকাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। গত ২০ জানুয়ারি চট্টগ্রাম আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেরদিন গত মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পরিচালিত অভিযানে তাদেরকে আটক করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হল-চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ বিবিরহাট পশ্চিম পাড়ার মৃত মোহাম্মদ ইসমাইল হোসেনের পুত্র মোহাম্মদ জয়নাল আবেদীন (৩২), খাগড়াছড়ির রামগড়ের ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার মৃত আনোয়ার হোসেনের পুত্র মোহাম্মদ নাইম নেওয়াজ (২২) ও লোহাগাড়ার বড়হাতিয়া হাদুর পাড়ার আবুল কাশেমের পুত্র মোহাম্মদ ইব্রাহীম (৩৪)। লোহাগাড়া থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক দুটি অভিযান চালিয়ে চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবা, ৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ তিন মাদক পাচারকারীকে আটক করে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন মাহমুদ বলেন, আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার পর তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।