লোহাগাড়ায় গাড়ি চালক ও হেল্পারদের প্রশিক্ষণ কর্মশালা

41

লোহাগাড়া উপজেলা পাবলিক হলে গত ১১ এপ্রিল স্থানীয় গাড়ি চালক ও হেল্পারদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লোহাগাড়া ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। সভায় বক্তারা বলেন, গাড়ি চালকরা আইন-শৃঙ্খলা না মানার কারনেই মহাসড়কেই প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে। এছাড়া গাড়ি চলন্ত অবস্থায় মোবাইল নিয়ে কথা বলা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনতো আছেই। শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য জেব্রা ক্রসিং দেখলে গাড়ির গতি কমিয়ে দিতে হবে। গাড়ি চালক ও হেল্পারদের কোন অবস্থায় মাদকদ্রব্য সেবন করা যাবে না। এছাড়াও বক্তারা আরো বলেন, এ দূর্ঘটনা একজন যাত্রীর সারাজীবনের কান্না। পাশাপাশি সড়কে আইনশৃঙ্খলা না মানলে গাড়ি আটকসহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। কর্মশালায় শতাধিক গাড়ি চালক ও হেল্পার উপস্থিত ছিলেন। পরবর্তীতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরো বেশী সংখ্যক চালক ও হেল্পারদের প্রশিক্ষণ দেয়া হবে বলে লোহাগাড়া ট্রাফিক পুলিশ বিভাগের ইন্সপেক্টর মুজিবুর রহমান জানান। লোহাগাড়া ট্রাফিক পুলিশ বিভাগের ইন্সপেক্টর (টিআই) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পুষ্পেন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল হক, রায়হান সিকদার, শওকত হোসেন সেকু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম।