লোহাগাড়ায় কাদায় আটকা পড়া হাতিটি ‘গ্যাংগ্রিন’ আক্রান্ত

31

লোহাগাড়ার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের চাকমার জোন এলাকায় কাদা মাটিতে আটকা পড়া বন্যহাতিটি ‘গ্যাংগ্রিন’ (পচনশীল ঘা) রোগে আক্রান্ত। হাতিটির পায়ে এ রোগ দেখা দিয়েছে বলে জানিয়েছেন পদুয়া ফরেস্ট রেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা মোবারক হোসেন।
তিনি জানান, শনিবার সকাল ৯টা থেকে হাতিটি উদ্ধার কাজ শুরু করা হয়। আটকা পড়া কাদা মাটি থেকে হাতিটি
উদ্ধার করে পরিস্কার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। হাতির গায়ের কাদা মাটি পরিস্কার করে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, হাতিটি বয়স্ক। বাচ্চা প্রসবের পর এটি দুর্বল হয়ে পড়েছে। তবে হাতিটি বাঁচবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্য, গত শুক্রবার বিকাল ৩টার দিকে ওই বন্যহাতিটি কাদা মাটিতে আটকা পড়ে। গতকাল শনিবার হাতিটি উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় চাকমার জোন এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়।