লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৪

21

লোহাগাড়ায় ১৮ লক্ষ টাকা মূল্যমানের ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ । গত ১০ জুলাই, শুক্রবার রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে একটি পিকআপে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার দুপুরে আটককৃতদের চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযানে আটককৃতরা হল- ময়মনসিংহের মুক্তাগাছা লাঙ্গলবান্ধার মৃত মোহাম্মদ হামেদ আলীর পুত্র মোঃ রমজান বাবু (২০), টেকনাফের জাদিমরা বিদেশ পাড়ার নুর আহম্মদের পুত্র নাজিম উল্লাহ (২৬), লোহাগাড়ার উত্তর আমিরাবাদ জলদাশ পাড়ার মানিক ডাক্তারের বাড়ীর সুশীল শীলের পুত্র রাজেশ শীল (৪২), সাতকানিয়ার বাজালিয়া বাকের আলী বিল বৌদ্ধ পাড়া আনুরঘোনা এলাকার মৃত আলী আকবরের পুত্র মোঃ হাছান আলী (৩৫)।
লোহাগাড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে চট্টগ্রাম শহরমুখী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৮ লক্ষ টাকা মূল্যমানের ৬ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে । এসময় পাচারকাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, মাদকের ব্যাপারে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। প্রায় প্রতিদিন লোহাগাড়া থানা পুলিশ হাজার হাজার পিস
ইয়াবাসহ মাদক পাচারকারী ও বিক্রেতাকে গ্রেফতার করছে।