লোহাগাড়ার উত্তর আমিরাবাদ তুলাতলী টংকাবতী নদীর ভাঙন

85

লোহাগাড়া উপজেলার উত্তর আমিরাবাদ তুলাতলী বাজার এলাকায় টংকাবতী নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। কোন ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন মুহুর্তে বিলীন হয়ে যেতে পারে অনেক বসতরঘর ও দোকানপাট।
পানিতে তলিয়ে যাওয়ার আশংকায় নির্ঘুম রাত যাপন করছেন শত শত বসতঘরের লোকজন। স্থানীয়রা জানান, উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া সড়কের তুলাতলী বাজার এলাকা টংকাবতী নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।
মহাসড়কের বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গেইট থেকে বারদোনা পর্যন্ত এ সড়ক বিস্তৃত। এ সড়ক দিয়ে প্রতিদিন চৌধুরী পাড়া, দয়ার বর পাড়া, শীল পাড়া, বৈরাগী পাড়া, দাশ পাড়া ও বারদোনা এলাকার প্রায় ৭-৮ হাজার লোকজন চলাচল করেন। এছাড়াও উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয়, উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। টানা কয়েকদিনের বর্ষণে সড়কের তুলাতলী বাজার এলাকায় ব্যাপক ভাঙন সৃষ্টি হওয়ায় বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ অঞ্চলের কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য পরিবহণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান এলাকাবাসী।
স্থানীয় নিলু দাশ জানান, উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া সড়কটি খুবই জনগুরুত্বপুর্ণ। টংকাবতী নদীর ভাঙনে এ সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যে কোন সময় টংকাবতীর পানি ঢুকে আশপাশের এলাকা প্লাবিত হতে পারে। বিলীন হয়ে যেতে পারে বসতঘর। তাই টংকাবতীর ভাঙন রোধে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস এম ইউনুছ জানান, তুলাতলী বাজার এলাকায় টংকাবতীর ভাঙ্গন পরিদর্শন করেছি। ইউনিয়ন পরিষদ কর্তৃক এতো বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।
তবে উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদকে বিষয়টি অবহিত করেছি। আশা করি দ্রুত এ সমস্যা সমাধান হবে।