লোককলা চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

64

লোককলা চর্চা কেন্দ্র (লোচক) এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী কর্মসূচি ২২ জানুয়ারী বিকেল সাড়ে তিন টায় সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে বর্ষীয়ান লোক কবি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাস্কর ডি.কে.দাশ মামুন। প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী জজ মঞ্জুর মাহমুদ খান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এডভোকেট মনজুর-উল আমিন চৌধুরী। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাংবাদিক বেলায়েত হোসেন, সংগঠক জসিম উদ্দিন চৌধুরী, চবি অধ্যাপক জাহেদ আলী চৌধুরী, সিএমপি পুলিশের সাবেক এডিসি কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, রাজনীতিক সিদ্দিকুল ইসলাম, ভানু রঞ্জন চক্রবর্তী, নাট্যজন শেখ শওকত ইকবাল, আখতারুল আলম, কবিয়াল সন্তোষ কুমার দে, কবিয়াল হরিপদ দেয়ারী, কবিয়াল অশ্বিনী কুমার দাশ, শিল্পী এম.এ হাসেম, মুক্তিযোদ্ধা এস.এম রফিক, প্রধান শিক্ষক তরণী কুমার সেন, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, শিক্ষিকা তাহেরা খাতুন, সাংবাদিক আবছার উদ্দিন অলি, ধনঞ্জয় কুমার শর্মা, আব্দুল গাফ্ফার খান, মোকতার আহমদ, নিবেদিতা আচার্য্য, তাজুল ইসলাম রাজু, চৌধুরী জসীমুল হক, মোশাররফ হোসেন খান রুনু, আজগর আলী, ইমরান ফারুকী, সাবিকুন নাহার শিউলী, মোঃ মিজান, শিল্পী সমীর সেন, সজল দাশ, শিল্পী উজ্জ্বল সিংহ। বক্তব্য রাখেন জাহানারা পারুল, সাগর দেবনাথ, শিল্পী বৃষ্টি দাশ, শান্ত সেন, এমরান হোসেন মিঠু, ইমন বিশ্বাস, শাহীন হোসেন প্রমুখ। বিকাল পাঁচ টায় ২য় পর্বে অনুষ্ঠিত হয় ‘লোকশিল্প বাঙালির প্রান স্পন্দন’ শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ পাঠ করেন-শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ। সংগঠক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সম্মানিত আলোচকবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, ভাস্কর শিল্পী, চ.বি অধ্যাপক প্রনব মিত্র চৌধুরী, অধ্যাপক আবু তালেব বেলাল, অধ্যাপক অজিত কান্তি দাশ, প্রধান শিক্ষক তরনী কুমার সেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী ও নাট্যকর্মী সুস্মিতা সেন। বিজ্ঞপ্তি