লেবাননে জেল পালানো ৫ কয়েদি গাড়ি দুর্ঘটনায় নিহত

48

লেবাননে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় জেল পালানো ৫ কয়েদির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ)।
শনিবার বৈরুতের কাছের একটি বন্দিশালা থেকে ৬৯ কয়েদি পালিয়ে যাওয়ার পর ওই ৫ জনকে বহন করা একটি গাড়ি গাছে ধাক্কা দেওয়ার পর তাদের মৃত্যু হয়। গাড়িটিতে থাকা আরেক কয়েদিও দুর্ঘটনায় আহত হয়েছে; তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে আইএসএফের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যে বন্দিশালা থেকে শনিবার ভোরের দিকে ওই কয়েদিরা পালিয়েছিল, সেটি রাজধানী বৈরুতের কাছের বাবদা জেলার জেলখানার একাংশ। বন্দিশালাটিতে সাধারণত বিচার শুরু হয়নি এমন কয়েদিদের রাখা হত বলে নাম প্রকাশ অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন। জেল পালানোর এ ঘটনার কথা জেনে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন কয়েদিদের ধরতে জোরদার অভিযানের পাশাপাশি কয়েদিরা কীভাবে পালালো তা নিয়ে তদন্তেরও নির্দেশ দিয়েছেন বলে টুইটারে তার কার্যালয় জানিয়েছে। আইএসফ জানিয়েছে, জেল পালানো ১৫ কয়েদিকে ফের আটক করা হয়েছে।
অন্য ৪ কয়েদি নিজে থেকে ধরাও দিয়েছেন। বাকিদের ধরতে অভিযান চলছে।