লেখকের কণ্ঠে বই পড়ে শোনায় এআই

44

এআই সংবাদ পাঠক এনে হৈচৈ ফেলে দিয়েছিল চীনা সার্চ ইঞ্জিন সোগৌ। এবার প্রতিষ্ঠানটি এনেছে বই পড়ে শোনানোর এআই সঙ্গী। এই পাঠক মূল লেখকের কণ্ঠে বই পড়ে শোনায়। স¤প্রতি আয়োজিত ‘চায়না অনলাইন লিটারেচার+কনফারেন্সে’ দুইজন জনপ্রিয় চীনা লেখকের অবতার উন্মুক্ত করেছে সোগৌ। আপাতত লেখক ইউয়ি গুয়ান এবং তিয়ান শ্যাং দিয়াও শিয়ান বিং নামে দুই লেখকের বই পড়া যাবে। তবে, প্রতিষ্ঠানটি এর বাণিজ্যিক ভবিষ্যত নিয়ে আশাবাদী। কারণ, পশ্চিমের মতোই চীনেরও অডিও বইয়ের বাজার ক্রমশ বাড়ছে।
চীনা বিশ্লেষক প্রতিষ্ঠান আইআই মিডিয়ার মতে ২০১৬’র তুলনায় ২০২০ সালের অডিও বইয়ের বাজার দ্বিগুণ হয়ে ১.১ বিলিয়ন ডলারে দাঁড়াবে। বর্তমানে টেক্সট টু স্পিচ অ্যাপের মাধ্যমে সহজেই যে কোনো বই পড়িয়ে নেওয়া যায়। তবে সে কণ্ঠ অনেকটাই রোবটিক ও আবেগশূন্য। অধিকাংশ পাঠকের আগ্রহ পেশাদার পাঠক, লেখক বা কোনো জনপ্রিয় তারকার পড়া অডিও বইয়ে।
অডিও বইয়ের বাজারে এআই-এর ব্যবহার ক্রমশ বাড়ছে। সেইসঙ্গে যোগ হচ্ছে প্রতিযোগিতাও। এর ফলে অডিও বইয়ের প্রযুক্তি চলে যাচ্ছে ভিন্ন মাত্রায়। খবর বিবিসি বাংলা’র
উদাহরণ হিসেবে বলা যায়, লায়ারবার্ড নামের ভোকাল অ্যাপের কথা। কারো কণ্ঠে মাত্র এক মিনিটের অডিও শুনেই এটি সেই কণ্ঠের অডিও অবতার বানিয়ে নিতে পারে। নিজেদের ওয়েবসাইটে তারা দুই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডনাল্ড ট্রাম্পের কণ্ঠ মেশিন লার্নিংয়ের মাধ্যমে তৈরি করে রেখেছে। অপরদিকে লন্ডনভিত্তিক স্টর্টআপ ডিপজেন দাবি করছে তাদের তৈরি কৃত্রিম কণ্ঠ প্রযুক্তি একই অডিও বইয়ের কয়েক ধরন তৈরি করে দিতে পারে কয়েক ঘন্টার মধ্যেই।