লিবিয়ায় আমিরাতি ড্রোনের হামলায় নিহত ১১

31

লিবিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মারজাক শহরে রবিবার এক ড্রোন হামলায় গর্ভবতী নারী ও শিশুসহ ১১ জন নিহত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট লিবিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নেতা খলিফা হাফতারের সমর্থনে আমিরাতি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে নয়জনই শিশু।
বাকি দুইজন নারী। দুই নারীর একজন গর্ভবতী ছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। লিবিয়ার জাতিসংঘ সমর্থিত ত্রিপোলিভিত্তিক ন্যাশনাল অ্যাকর্ড গভর্নমেন্ট বা জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ)-এর পক্ষ থেকে এ ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় হাসপাতালের পক্ষ থেকেও জানানো হয়েছে, সেখানে নয় শিশু ও দুই নারীর মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল। এর আগে গত নভেম্বরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছেই একটি বিস্কুট ফ্যাক্টরিতে আমিরাতি হামলায় প্রতিষ্ঠানটির সাত কর্মী নিহত হয়। আহত হয় আরও ১৫ জন। জীবনযাপনের মানের দিকে থেকে তেল-সমৃদ্ধ লিবিয়া একসময় আফ্রিকার শীর্ষে ছিল।