লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার চার্টার নাইট

120

নগরীর চিটাগাং ক্লাব লিমিটেড-এ ক্লাব সভাপতি লায়ন মো. মমতাজুল ইসলাম এর সভাপতিত্বে লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার ১৬তম চার্টার নাইট সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক এম.জে.এফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আল-সাদাত দোভাষ এম.জে.এফ ও তার পত্নী লায়ন রোকসানা সাদাত, কেবিনেট সেক্রেটারী লায়ন জি.কে. লালা এম.জে.এফ, কেবিনেট ট্রেজারার লায়ন এস.এম আশরাফুল আলম আরজু, প্রাক্তন জেলা গভর্ণরদের মধ্যে উপস্থিত ছিলেন- লায়ন শফিউর রহমান এম.জে.এফ, লায়ন এম.এ মালেক এম.জে.এফ, লায়ন এ কাইয়ুম চৌধুরী এম.জে.এফ, লায়ন সামসুল হক, লায়ন রূপম কিশোর বড়ুয়া পি.এম.জে.এফ, লায়ন মোঃ শওকত আফসার এম.জে.এফ, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোঃ মোস্তাক হোসাইন এম.জে.এফ, লায়ন শাহ আলম বাবুল পি.এম.জে.এফ, লায়ন মনজুর আলম মনজু পি.এম.জে.এফ। এছাড়া আরো উপস্থিত ছিলেন- জি.এম.টি ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, জি.এস.টি ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দীন খান, এল.সি.আই.এফ কো-অর্ডিনেটর লায়ন মনিরুল কবির চৌধুরী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- ক্লাবের ট্রেজারার লায়ন হাফেজ মোঃ ইসমাইল। লায়ন ইজমের রীতি অনুযায়ী আনুগত্যের শপথ পাঠ করান লায়ন লুভনা হুমায়ুন সুমী। ক্লাবের সচিব প্রতিবেদন পাঠ করেন- ক্লাবের সেক্রেটারী লায়ন হুমায়ুন কবির হিমু। সর্বপ্রথমে বক্তব্য রাখেন- অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন সাখাওয়াত হোসেন লিটন। এরপর ১৬ তম চার্টার নাইট উপলক্ষে তৈরী বিশেষ কেকটি কেটে ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক এম.জে.এফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেনÑ হাটি হাটি পা পা করে লায়ন্স অব চিটাগাং বাকলিয়া জেলায় একটি উল্লেখযোগ্য ক্লাব। এ বছর ক্লাবটির সেবামূলক কর্মকান্ড সত্যিই প্রশংসনীয়। আমি এ ক্লাবটির সার্বিক সফলতা কামনা করি। ভবিষ্যতে এই ক্লাবটি সেবা কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন ক্লাব ও জেলা থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ। এছাড়াও লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার উপদেষ্টা লায়ন এম.এ নাজিম এম.জে.এফ, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোঃ হুমায়ুন কবির, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন এ.কে.এম সালাহউদ্দিন এম.জে.এফ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি