লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির শিক্ষাসামগ্রী বিতরণ

23

লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডে সিটি, গ্রীন সিটি, কর্ণফুলী, খুলশী ও সেন্ট্রাল ক্লাবের যৌথ উদ্যোগে এবং সার্বিক ব্যবস্থাপনায় বদলকোট মুন্সি বাড়ি ইসলামিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালীতে দুই দিন ব্যাপী বিনা মূল্যে চক্ষু শিবির ও ৪টি স্কুল ও আটশত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানার সঞ্চালনায় এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির প্রেসিডেন্ট লায়ন মো. আলমগীর হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন লায়ন জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্নর লায়ন ডা. শুকান্ত ভট্টাচারিয়া এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন কেবিনেট ট্রেজারার লায়ন এসএম আশরাফুল আলম আরজু। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন আবু মোরশেদ, লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, মো. মজিবুর রহমান, লায়ন মোসলেহ উদ্দিন অপু এমজেএফ, লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর প্রেসিডেন্ট লায়ন জি.এম রেজাউল ইসলাম ভূঁইয়া, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন মাইনউদ্দিন জিলাল এমজেএফ, লায়ন মো. জহিরুল ইসলাম টিপু, লায়ন মোহাম্মদ জাকির হোসেন, লায়ন আবু সুফিয়ান এফসিএ, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন মো. হারুন-অর রশিদ সাহিন, লায়ন মো. আলী, লায়ন মোহাম্মদ সাহাবুদ্দিন মাহমুদ হান্নান, লিও আরিফুল হোসাইন, লিও ওমর ফারুক নয়ন, লিও প্রবির শীল মুন্না, লিও ইসমাইল বিন আজিজ আলভি, লিও এ. এন. এম. মুনিরুল ইসলাম এঞ্জেল প্রমুখ। দুই দিন ব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠানে ১৯৫০ জন রোগীর মধ্যে ৩৩৭ জন রোগী চক্ষু অপারেশনের জন্য নির্বাচিত করা হয় এবং চারশত জন দরিদ্র রোগীকে বিনামূলে চশমা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি