লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের স্কুলিং ও ক্লাব মিটিং সম্পন্ন

20

লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের স্কুলিং, নিউ মেম্বারস রিসেপশন ও ক্লাব মিটিং সম্পন্ন হয়েছে। গত ২৭ নভেম্বর বিকালে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের হলরুমে ক্লাব সভাপতি লায়ন মো. মিনহাজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় বিকাল সাড়ে চারটায় শুরু হওয়া ১ম পর্বে স্কুলিং ট্রেনিং সম্পন্ন হয়। প্রশিক্ষক ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি ৪ এর এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মনির আহমেদ এবং জেলার সাবেক ক্যাবিনেট সেক্রেটারী লায়ন ওসমান গনি। সন্ধ্যা ৭টা থেকে শুরু হয় ২য় অধিবেশন ক্লাব মিটিং ও নিউ মেম্বার রিসিপসন। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি ৪ এর রিজিয়ন চেয়ারপারসন হেডকোয়ার্টার-১ লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ। ক্লাবের ভাইস প্রেসিডন্ট লায়ন মঈন উদ্দিনের স্বাগত বক্তব্যের পর ক্লাবের নবাগত ৪২ সদস্যকে প্রধান অতিথি ফুল ও পিন দিয়ে বরণ করে নেন। এরপর সাধারণ সম্পাদক লায়ন মো. আশরাফ উদ্দিন সেক্রেটারী রিপোর্ট এবং কোষাধ্যক্ষ লায়ন নুর নবী মিয়া ট্রেজারার রিপোর্ট পেশ করেন। এসময় বক্তব্য দেন সদ্যবিদায়ী সভাপতি লায়ন মো. ইলিয়াস সিরাজী, ক্লাব ডিরেক্টর লায়ন এজেড এম সাইফুল ইসলাম টুটুল, কনসান জোন চেয়ারপারসন ও ক্লাব ডিরেক্টর লায়ন তাহের আহমেদ। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন রাখাল চন্দ্র নাথ, ক্লাব ট্রেজারার লায়ন নুর নবী মিয়া, জয়েন্ট সেক্রেটারি লায়ন ফেরদৌস কবির মিশু, লায়ন তৌসিফ ইমরাজ সিহান, লায়ন ডা. এস এস ফারুক, লায়ন ডা. প্রদীপ কুমার নাথ, লায়ন মাহবুব পলাশ, লায়ন কামরুল হাসানসহ ৫৩ লায়ন সদস্য। এছাড়াও লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই এর লিও সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি