লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল’র ফেলোশীপ সভা

26

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ বাংলাদেশ-এর রিজিওন-৪ এর উদ্যোগে জোন ৭ ও ৮-এর আওতাধীন ক্লাবসমূহের প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারারদের নিয়ে এক ফেলোশীপ সভা গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর মোমিন রোডস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। রিজিওন-৪ এর চেয়ারপার্সন লায়ন আশীষ ভট্টাচার্য্য এমজেএফ’র সভাপতিত্বে ও জোন-৭ এর চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জোন-৮ এর চেয়ারপার্সন লায়ন মির্জা মো. জাহিদ হোসেন এমজেএফ। সভায় অনুষ্ঠিতব্য এডভাইজারি কমিটির সভা, ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, গরীব-দুঃস্থদের মাঝে সেবামূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনান্তে রিজিওন-৪ এর উদ্যোগে জোন ৭ ও ৮-এর আওতাধীন ক্লাবসমূহের প্রেসিডেন্ট, সেক্রেটারী, ট্রেজারারসহ ক্লাব অফিসার্সদের নিয়ে ট্রেনিং আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চিটাগং কস্মোপলিটন’র প্রেসিডেন্ট লায়ন মো. হাকিম আলী, ট্রেজারার লায়ন মো. আব্দুল মমিন, লায়ন্স ক্লাব অব চিটাগং আগ্রাবাদ’র প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার নঈমুল ইসলাম ফরিদ, সেক্রেটারী লায়ন মো. মনির হোসাইন, লায়ন্স ক্লাব অব চিটাগং রোদসী’র প্রেসিডেন্ট লায়ন সুজিত কুমার দাশ, ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার মনতোষ মুহুরী, লায়ন্স ক্লাব অব চিটাগং প্যানোরামা সিটি’র প্রেসিডেন্ট লায়ন শেখ আরিফ আহমেদ, সেক্রেটারী লায়ন মো. শহিদুল ইসলাম চৌধুরী, ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার মো. সোহেল সিকদার, লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ সাউথ’র প্রেসিডেন্ট লায়ন সামসুল আলম, সেক্রেটারী লায়ন­­ আহসান হাবিব প্রমুখ। বিজ্ঞপ্তি