লায়ন্সের রিজিয়ন-১৩ এর ফেলোশিপ মিটিং

21

লায়ন্স আন্তর্জাতিক জেলা ৩১৫বি৪ এর অধীনে জোন-১৯ও জোন-২০ নিয়ে গঠিত রিজিয়ন-১৩ এর ফেলোশিপ মিটিং এ বক্তব্য রাখতে গিয়ে জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ বলেন, সমাজের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত বিশাল জনগোষ্ঠিকে বিভিন্নমুখী সেবা প্রদানের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে। জোন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মো. মোমেন ও লায়ন সুব্রত ভৌমিক এর যৌথ সঞ্চালনায় লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেজেসটিক সিটি, স›দ্বীপ, এভারগ্রীণ ও এমিনিটি নিয়ে গঠিত জোন-১৯ এবং লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম-শৈবাল, ড্রিমল্যান্ড সিটি ও প্রগ্রেসিভ সাউথ নিয়ে গঠিত জোন-২০ এর ক্লাবস্ অফিস কর্মকর্তাদের মতবিনিময় সভা রিজিয়ন চেয়ারম্যান লায়ন প্রদীপ কুমার দেব এর সভাপতিত্বে লায়ন্স জেলা কার্যালয়ের প্রকৃতি হলে অনুষ্ঠিত হয়।
সভায় আরো বক্তব্য রাখেন ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন আল-সাদাত দোভাষ (সাগর) এমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন জি কে লালা এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, ক্লাব প্রেসিডেন্ট-লায়ন রোকসানা সাদাত, লায়ন মনছুরুল হক, লায়ন গৌতম কুমার বড়–য়া, লায়ন এ এস এম হোসাইনুর জামান, লায়ন সুজিত দাশ, লায়ন এডভোকেট সেকান্দর বাদশা, লায়ন সাইফুল ইসলাম, লায়ন ইঞ্জিনিয়ার আবু রাসেল চৌধুরী, লায়ন সালাউদ্দীন, লায়ন মো. হোসাইন হাবীব প্রমুখ। বিজ্ঞপ্তি