লালানগর বন্দেরাজ মসজিদ মোতোয়াল্লিকে অপসারণের দাবিতে মানববন্ধন

58

রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের খিলমোগল গ্রামের বন্দেরাজ পাড়ার বন্দেরাজ মসজিদের মোতোয়াল্লি শিক্ষক হারুন অর রশিদ তালুকদারকে এলাকাবাসীর অজ্ঞাতে অব্যাহতি দিয়ে স্থানীয় মো. আলমগীরকে বন্দেরাজ মসজিদের মোতোয়াল্লির দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এলাকাবাসী গত ১০ জুন মানববন্ধন করেছেন। তার মোতোয়াল্লির দায়িত্ব প্রাপ্তি সম্পূর্ণ অবৈধভাবে সম্পন্ন হয়েছে বলে এলাকাবাসী তাকে অপসারণের জন্য প্রতি শুক্রবার জুমার নামাজের আগে ও পরে এলাকায় নানা প্রতিবাদ কর্মসূচী পালন করে আসছে। একই সাথে মসজিদ কমিটির অজ্ঞাতে দায়িত্ব পাওয়া মোতোয়াল্লিকে অপসারণের জন্য ওয়াকফ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। গত ১০ জুন মসজিদ পরিচালনা কমিটি ও এলাকার মুসুল্লিদের আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, এলাকাবাসীর অজ্ঞাতে স্থানীয় পরিদর্শকের মাধ্যমে যাকে মোতোয়াল্লি নিয়োগ করা হয়েছে এক সময় তার পিতাকে বন্দেরাজ মসজিদের মোতোয়াল্লি নিয়োগ দেয়া হলে তিনি মসজিদের ওয়াকফ এর ৩ একর ২ শতক জায়গার মধ্যে ২ একর ৫৭ শতক জায়গা তার নামে বিএস খতিয়ান সৃজন করেন। যা মসজিদের জায়গা দখলের পরিকল্পনার অংশ ছিল। পরে বন্দেরাজ মসজিদ পরিচালনা কমিটি সেই নামজারি সংশোধন করে। বর্তমানে একই উদ্দেশ্যে তার পুত্র মোতোয়াল্লি হয়েছে বলে মসজিদ কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মানববন্ধনে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. হোসেন, কমিটির সদস্য আহমদ জলিল, নূর সৈয়দ, আবু বকর, সামসুল আলম, আহমদ নবী, সামসুল আলম প্রমুখ। অবৈধ উপায়ে মোতোয়াল্লি হওয়া ব্যক্তিকে দায়িত্ব থেকে অপসারণের জন্য তারা রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের হস্তক্ষেপ কামনা করেছেন । বিজ্ঞপ্তি