লামায় বাদীকে লাঞ্ছিত করার অভিযোগ

36

দখলীয় ফলদ বনজ বাগান জবর দখল চেষ্টার প্রতিকার চেয়ে প্রশাসনের নিকট অভিযোগ করায় বান্দরবানের লামা উপজেলায় বাদীকে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে ভুক্তভোগী আবদুল কাদের সাংবাদিকদের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেন। এদিকে অভিযুক্ত কামাল হোসেন বলেন, বিরোধীয় জায়গার বিষয়ে সামাজিকভাবে বৈঠক বসার কথা রয়েছে। কিন্তু আবদুল কাদের বৈঠকের আগেই সামাজিক সিদ্ধান্ত অমান্য করে জায়গার ওপর সৃজিত ছন কাটতে যান। এছাড়া আবদুল কাদেরকে কোন লাঞ্চিত করা হয়নি। এসব তার সাজানো নাটক মাত্র। অভিযোগে উল্লেখ করা হয়, আবদুল কাদের ২০০৬সালে ১৫০২/০৮ মূলে ২৯৩নং ছাগল খাইয়া মৌজার আর/৫১নং হোল্ডিং মূলে তিন একর ও ২৮৪নং ইয়াংছা মৌজার আর/৩৮৫নং হোল্ডিং মূলে দুই একর জায়গা আছে। বহু শ্রম ও অর্থ ব্যয়ে ওই জায়গায় ফলদ ও বনজ বাগানসহ দুইটি খামার বাড়ি নির্মাণ করে ভোগ করে আসছেন আবদুল কাদের। সম্প্রতি ওই জায়গায় পেঁপে গাছের চারা রোপন করতে গেলে বিবাদীরা ১৫-২০জন লোক নিয়ে অতর্কিত ভাবে কাজ বন্ধ করে দিয়ে বিভিন্ন হুমকি দিয়ে তাড়িয়ে দেন। পরে এ ঘটনার প্রতিকার চেয়ে আবদুল কাদের বাদী হয়ে শুক্রবার দুপুরে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে সেনাবাহিনীর লামা সাব জোন কমান্ডারের নিকট লিখিত অভিযোগ করে বাড়িতে ফেরার সময় গজালিয়া জীপ স্টেশনে অভিযুক্ত কামাল হোসেন প্রকাশ্যে লাঞ্চিত করেন। পরে আবদুল কাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা।