লামায় নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদনে ডেইরি খামারীদের প্রশিক্ষণ শুরু

29

নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদনের জন্য বান্দরবানের লামা উপজেলায় ডেইরি খামারীদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে প্রাণিসম্পদ বিভাগ। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় রবিবার সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুূষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রাণী দাশ ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুয়েল মজুমদার। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০জন খামারী প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশ।