লন্ডনে হংকংয়ের বিচারমন্ত্রীর ওপর হামলা, চীনের নিন্দা

17

যুক্তরাজ্যের লন্ডনে হংকংয়ের বিচারমন্ত্রী তেরেসা চ্যাংয়ের ওপর ‘সহিংস দুর্বৃত্তদের’ হামলার নিন্দা জানিয়েছে চীন। বৃহস্পতিবার লন্ডনের দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব আর্বিট্রেটরস ভবনে বক্তৃতা দিতে যাওয়ার সময় ভবনটির বাইরে জনা ত্রিশেক হামলাকারী তার ওপর চড়াও হয়।
এতে চ্যাং গুরুতর আহত হন বলে হংকং সরকারের এক বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলাকারীরা হংকংয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনের সমর্থক বলে ধারণা করছে আন্তর্জাতিক গণমাধ্যম। যে বহিঃসমর্পণ বিলকে কেন্দ্র করে চীন নিয়ন্ত্রিত শহরটি উত্তাল, চ্যাং প্রস্তাবিত সেই বিলের অন্যতম কারিগর, জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। হংকংয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে কয়েক দিন আগে লন্ডন সফর শুরু করা এ বিচারমন্ত্রী সেখানেই এ হামলার শিকার হলেন।