লঙ্কান যুবাদের সঙ্গে ম্যাচ ড্র মিরাজের ৫ উইকেট

18

শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে প্রথম আনঅফিসিয়াল টেস্ট ম্যাচ ড্র করেছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের ৩৬০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৫০ রান তুলে লঙ্কান যুবারা। বাংলাদেশ অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল, কিন্তু ১ ওভার শেষে খেলা ড্র ঘোষণা করা হয়। তবে এই ম্যাচেও বল হাতে ৫ উইকেট নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন মেহেদী হাসান মিরাজ।
গতকাল হাম্বানটোটায় তৃতীয় দিনের খেলায় আগের দিনের দাপট বজায় রাখে লঙ্কান যুবারা। দ্বিতীয় দিন শেষে ৭৯ রানে অপরাজিত থাকা কামিন্দু মেন্ডিস এদিন সেঞ্চুরি তুলে নেন। মাঝে অধিনায়ক আশান প্রিয়রঞ্জন (৩৭) ও আশিন বান্দারা (৫) বিদায় নিলেও প্রিয়মল পেরেরাকে নিয়ে ৯৪ রান যোগ করেন কামিন্দু। নিজের দেড় শতকের (১৬৯) দেখাও পেয়ে যান তিনি। বল হাতে ৫ উইকেট তুলে নিয়েছেন মিরাজ। অন্যদের মধ্যে মোহাম্মদ মিঠুন ২টি এবং ইবাদাত হোসেন ও রানা দখলে নেন ১টি করে উইকেট। ম্যাচ ড্র ঘোষণা করার আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ ওভারে ১ রান সংগ্রহ করে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ ‘এ’ দল।