লক্ষ্যারচর ইউনিয়ন আ.লীগের সম্মেলন

53

চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ছিকলঘাট স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য লায়ন কমর উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশীদ দুলাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যথাক্রমে সরওয়ার আলম, মোক্তার হোসেন চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার ও এম আর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সহ-সভাপতি ওয়ালিদ মিল্টন, কাকারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সাংবাদিক মিজবাউল হক, প্রচার সম্পাদক আবু মুছা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক সোলতান আহামদ প্রমুখ। দ্বিতীয় অধিবেশন বিকাল ২টায় স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন ক্যাটাগরির ২৫১ কাউন্সিলরের মধ্যে ২২৯ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে বিকাল সাড়ে ৪টায় ভোট গণনা শুরু হয়। গণনা শেষে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। এতে ১২৩ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন রেজাউল করিম সেলিম। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সাইকুল ইসলাম পান ১০৫ ভোট। ৮৩ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন খ ম আওরঙ্গজেব বুলেট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আ স ম মহি উদ্দিন মোমেন পান ৭৯ ভোট।