লকডাউন শিথিল করছে স্পেন মাঠে ফিরছেন মেসিরা!

17

প্রায় দুই মাস মাঠের বাইরে লিওনেল মেসিরা। কোনো খেলা নেই, ট্রেনিং নেই। একেবারে ঘর থেকেও বের হতে মানা। অবশেষে দুই মাসের বন্দী জীবনের অবসান হতে চলেছে স্প্যানিশ ফুটবলে। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লা লিগাও মাঠে গড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছে। স্পেন সরকারের সবুজ সঙ্কেত পাওয়ার পরই লা লিগার ফুটবলারদের করোনা টেস্ট করানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরপরই অনুশীলনে ফিরতে পারবেন লিওনেল মেসিসহ লা লিগায় খেলা সব ফুটবলার। স্পেন থেকে করোনা পুরোপুরি নির্মুল হয়নি।
এখনও সেখানে মৃত্যুর মিছিল লেগে আছে। প্রতিদিনই ২০০ থেকে ৩০০ মানুষ মৃত্যুবরণ করছে। যদিও তা সবচেয়ে খারাপ অবস্থা অতিক্রম করার পর। দেশটিতে মৃত্যুর সাথে আক্রান্তের সংখ্যাও কমে আসছে। এ কারণে স্পেন সরকার পরিকল্পনা করছে লকডাউন শিথিল করে দেয়ার।