লকডাউনে বাড়ি ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় ২৪ শ্রমিকের মৃত্যু

17

ভারতের উত্তর প্রদেশে পরিযায়ী শ্রমিকদের বহনকারী দুটি ট্রাকের সংঘর্ষে ২৪ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরের আগে আগে লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরের অরাইয়া জেলায় এ দুর্ঘটনাটি ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজস্থান ও দিল্লি থেকে বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে ফিরতে পরিযায়ী শ্রমিকরা ওই দুটি ট্রাকে চড়েছিলেন। এর মধ্যে একটি ট্রাক পণ্যবোঝাই ছিল। বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকরা ওই পণ্যসামগ্রীর বস্তার উপরেই বসেছিলেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে অরাইয়া জেলায় ট্রাক দুটি সংঘর্ষে জড়ায়। “একটি ট্রাক থেকে কয়েকজন অরাইয়ার একটি ধাবায় চা খেতে নেমেছিলেন। থেমে থাকা ওই ট্রাকটিতেই অপর একটি ট্রাক ধাক্কা দেয়। যে শ্রমিকরা বস্তার উপর বসে ছিলেন, তারা ছিটকে পড়েন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে,” বলেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জয় নারায়ণ সিং। দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া বেশকিছু ছবি ও ভিডিওতে আহত শ্রমিকদের সহায়তায় পুলিশ ও স্থানীয়দের এগিয়ে আসতে দেখা গেছে। উদ্ধারে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।