লংগদুতে স্বামীকে ফিরিয়ে এনে দেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ

38

রাঙামাটির লংগদুতে জ্বীন আসর বসিয়ে স্বামীকে ফিরিয়ে এনে দেয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষককে আশ্রয় দেয়ার অভিযোগে তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। ১৫ এপ্রিল রাতে উপজেলার ইয়ারিংছড়ি এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। আটকরা হলেন মো. নুর ইসলাম, তার স্ত্রী আয়েশা খাতুন ও শ্বাশুড়ি রাহেলা খাতুন। ধর্ষক ওসমান প্রকাশ কবিরাজ ওসমান পলাতক। আটক তিন জনের মধ্যে নুর ইসলাম কবিরাজ ওসমানের শ্যালক বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, ভিকটিমের সঙ্গে তার স্বামী গত দুই বছর ধরে যোগাযোগ বিচ্ছিন্ন করে রয়েছে। ওসমান কবিরাজ জি¦নের আসরের মাধ্যমে স্বামীকে ফিরিয়ে এনে দেয়ার কথা বলে ভিকটিম গৃহবধূকে তার নুর ইসলামের বাড়িতে নিয়ে যায়। রাতে ভিকটিমকে নেশা শরবত খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে ওসমান। ওই সময় ঘটনাটি কারও কাছে প্রকাশ না করার জন্য ভিকটিমকে হুমকি দেয় ধর্ষক।
পরে ঘটনাটি জানাজানি হওয়ায় স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করেন তার বাবা। এরপর লংগদু থানায় মামলা করেন তিনি। এতে ধর্ষককে বাড়িতে জায়গা দিয়ে সহযোগিতার করার অপরাধে রোববার একই পরিবারের ওই তিন জনকে আটক করে পুলিশ। সোমবার আসামি তিন জনকে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এমএন মোরশেদ আলমের আদালতে পুলিশ হাজির করলে তাদেরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আদালতের পুলিশ পরিদর্শক ইসলাফিল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।