লংগদুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ

29

রাঙামাটির লংগদু উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে রাঙামাটি আসনের সাংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি ও রাংগামাটি জেলা পরিষদের যৌথ উদ্যোগে এবং পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ১৪ জুলাই উপজেলা প্রাথমিক শক্ষিা অফিসের পরিচালনায় তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। এতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি করে মোট ৯২০০টি ফলজ ও বনজ গাছের চারা এবং রোপিত চারা সংরক্ষণের জন্য প্রতি প্রতিষ্ঠানকে নগদ ১ হাজার টাকা করে ৯২ হাজার টাকা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব গাছের চারা ও টাকা বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইনুল আবেদীন। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও অনুপম শীলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে প্রধান অতিথি আব্দুল বারেক সরকার বৃক্ষরোপণ ও সংরক্ষণের উপর বিশেষ গুরুত্বারোপসহ চলমান কর্মকাÐের জন্য প্রধানমন্ত্রীর প্রসংশা করেন।