লংগদুতে দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা

70

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে সততা সংঘের কার্যক্রমকে বাস্তবায়নের লক্ষ্যে লংগদু উপজেলার উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উত্তর ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করেছে। রচনা প্রতিযোগিতার বিষয় ছিলো ‘মুক্তিযুদ্ধের চেতনা’। এতে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক। বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাজাহান কবিররের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ও গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক ও লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উল্টছড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন চাকমা, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক মুছা। এছাড়া ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, সাকিব হোসেন(৮ম), মোঃ সিরাজুল ইসলাম (১০ম শ্রেণি)।
অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রচনা প্রতিযোগিতায় তিন জনকে পুরস্কৃত করা হয়। এরা হলেন- প্রথম স্থান তাসনিম জাহান তামান্না (৬ষ্ঠ শ্রেণি), দ্বিতীয় স্থান মোঃ সুমন মিয়া (৭ম শ্রেণি), তৃতীয় স্থান সৌরভী চাকমা সান্তনা (৬ষ্ঠ শ্রেণি) ।