লংগদুতে ইয়াবাসহ সাবেক চেয়ারম্যান পুত্র আটক

39

রাঙামাটির লংগদুতে ৪৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) চেয়ারম্যান শাহ আলমের ছেলে মো. রবিউল ইসলাম রিগানকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাইনীমুখ বাজারের হৃদয় বোর্ডিং থেকে তাকে আটক করা হয়।
রিগানকে আটকের কথা শুনে মাইনীমুখ বাজার ও আশপাশের এলাকার কয়েকশ নারী-পুরুষ সকালে লংগদু থানার সামনে গিয়ে জড়ো হন। এ সময় তারা রিগানের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান। খবর বাংলা ট্রিবিউনের
লংগদু থানার এস আই মনছুর জানান, আটক রবিউল ইসলাম রিগান রাতের বেলায় উপজেলার মাইনীমুখ বাজারে তাদেরই হৃদয় বোর্ডিংয়ের একটি কক্ষে মাদকের আসর বসিয়েছিল। খবর পেয়ে এস আই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে। পরে সেখানে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ইতোপূর্বে একাধিক মাদক মামলায় রিগানকে আটক করা হয়েছিল বলে এই পুলিশ কর্মকর্তা জানান। বুধবার ইয়াবা উদ্ধারের ঘটনায় এস আই মনছুর মিয়া বাদী হয়ে রবিউল ইসলাম রিগানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।