রোয়াংছড়িতে উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা

34

বান্দরবানের রোয়াংছড়িতে উপজেলা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পুরানো কমিটিকে বহাল রেখে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাল্টিপারপাস মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি চহ্লামং মারমা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রæ মারমা, মোজাম্মেল হক বাহাদুর, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রæ মারমা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অং¤্রাচিং মারমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ধীরেন ত্রিপুরা উপস্থিত ছিলেন। এদিকে প্রস্তুতি সভার প্রধান অতিথি বলেন, ত্রি-বার্ষিক সম্মেলনে আহŸায়ক কমিটিতে যারা কমিটির সদস্য হয়েছেন তারা আগামী ৩ মাসে মধ্যে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করতে হবে।

রাঙামাটিতে বি ক্রিয়েটিভ আইটি সলিশনের যাত্রা শুরু

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পার্বত্যাঞ্চল রাঙামাটির তরুণ ছাত্র সমাজকে আধুনিক তথ্য প্রযুক্তিতে উন্নত করার লক্ষে বি ক্রিয়েটিভ আই টি সলিশন নামের একটি প্রতিষ্ঠান রাঙামাটি শহরের প্রাণ কেন্দ্র কাঁঠালতলীতে এর যাত্রা শুরু করেছেন। মাননীয় প্রধান মন্ত্রীর নিজস্ব উদ্যোগ ও ঐকান্তিক পরিশ্রমের আজ সারা দেশের মানুষ ডিজিটাল সেবা ও তথ্য প্রযুক্তির ব্যবহারের সুফল পাচ্ছে। বি ক্রিয়েটিভ আই টি সলিশনের মত প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে যে ট্রেনিং সেন্টার খোলেছেন সে জন্য প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এম.কামাল উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক শাহেদ হোসেন জাকিরকে ধন্যবাদ জানাই। সোমবার বিকালে শহরের কাঁঠালতলীস্থ বি ক্রিয়েটিভ আই টি সলিশনের অগ্রযাত্রার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসনের আইসিটি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এসব কথা বলেন। প্রতিষ্ঠাটির প্রধান উপদেষ্টা সাংবাদিক এম কামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের (সাবেক) সভাপতি ও পার্বত্য চট্টগ্রামের প্রথম অনলাইন পোর্টাল সিএইচটি নিউজের সম্পাদক এসএম সামসুল আলম রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা ও আল আমিন সিনিয়র মাদ্রাসার শিক্ষকসহ আরো অনেকে। এছাড়াও বেসরকারি টিভি চ্যানেল একুশে টিভির জেলা প্রতিনিধি সত্রং চাকমা ও ৭১ টিভির জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস উপস্থিত ছিলেন। রাঙামাটি প্রতিনিধি