রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকবে জার্মানি

20

রোহিঙ্গা সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘকে সহায়তা করার জন্য সক্রিয়ভাবে কাজ করবে জার্মানি। গতকাল রোববার ঢাকার জার্মান দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়। জার্মান দূতাবাস জানায়, ২৫ আগস্ট রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের দ্বিতীয় বছর হিসেবে চিহ্নিত। মিয়ানমার রোহিঙ্গা সম্প্রদায়কে টার্গেট করায় সহিংসতা থেকে ৭ লাখ ২০ হাজারেরও বেশি শিশু, নারী ও পুরুষ পালিয়ে এসেছেন। জার্মান সরকার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে সহায়তা দিয়ে আসছে। এখনও পর্যন্ত ৯৫ দশমিক ৫ মিলিয়ন ইউরো রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার জন্য জার্মান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে। খবর বাংলানিউজের
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে রোহিঙ্গারা আসতে শুরু করে। সেই ঘটনার দুই বছর পূর্তি হলো গতকাল রোববার।