রোহিঙ্গাদের হামলায় স্থানীয় যুবক আহত

13

উখিয়ার কুতুপালং টিভি রিলে কেন্দ্র রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে রোহিঙ্গাদের হামলায় গুরুতর আহত হয়েছেন ইউসুফ আলী নামের এক স্থানীয় যুবক। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
আহত ইউসুফ আলী জানান, কিছু রোহিঙ্গাদের একটি গ্রূপ আব্দুর রাজ্জাক নামক এক ভিক্ষুককে মারধর করছিল। আমি তা দেখে উক্ত ভিক্ষুককে অন্যায়ভাবে না মারতে নিষেধ করি। তখন ৭নং ক্যাম্পে বসবাসরত এহসানুল হকের নেতৃত্বে ১০/১৫ জন রোহিঙ্গা লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা করে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় তারা জাহাঙ্গীর নামক স্থানীয় আরেক যুবককে টেনে-হিছড়ে ক্যাম্পের ভিতর নিয়ে যায়।
আহত ইউসুফ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ১, ২, ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার আনোয়ারা বেগম ও আনসার কমান্ডার বদিউর রহমানের ছেলে বলে জানা যায়।
আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান আহতের বড় বোন মাহমুদা বেগম।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) ইমন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউসুফ আলীর উপর হামলায় জড়িত রোহিঙ্গাদের তদন্তপূর্বক আইনের আওতায় আনা হবে।