রোহিঙ্গাদের ছুরিকাঘাতে স্থানীয় ব্যবসায়ী নিহত

26

উখিয়ায় রোহিঙ্গাদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকালে কক্সবাজারের উখিয়ার জামতলী ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, পালংখালী ইউনিয়নের জামতলী গ্রামের মৃত আবু আহাম্মদের ছেলে জাকির হোসেন (৩৪) তার ঘর সংলগ্ন এলাকার ক্যাম্পের ভিতরে ছোট দোকান করে জীবিকা নির্বাহ করে আসছিল। তার দোকান ও ঘরের চারদিকে রোহিঙ্গাদের আবাসন। রোহিঙ্গারা অনেকটা ইচ্ছে করেই তার ঘর ও দোকানের আশপাশে ময়লা আবর্জনা ফেলত। এ নিয়ে প্রায় সময় রোহিঙ্গাদের সাথে জাকিরের কথা কাটাকাটি হতো। শুক্রবার বিকাল ৪টার দিকে এধরনের ময়লা ফেলার ঘটনায় তর্কাতর্কির এক পর্যায়ে জামতলী ক্যাম্পের রোহিঙ্গা সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে জাকিরের ওপর হামলা চালায়। রোহিঙ্গারা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে আত্মীয় স্বজনেরা এসে জাকিরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুর ১টার দিকে জাকির মারা যায়। এ ঘটনায় ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে সলিম উল্লাহ (৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর।