রোটারী ক্লাব অব ইসলামাবাদ এর ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত

1

রোটারী ক্লাব অব ইসলামাবাদ রোটাবর্ষ ২০২১-২০২২ এর প্রথম ক্লাব এসেম্বলি গতকাল সন্ধ্যায় ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এর সভাপতিত্বে নগরীর জামালখানে সিনিয়র্স ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক আগামী এক বছরের সার্বিক পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, আগামী ১ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রে ইয়ার লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ডিস্ট্রিক গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ক্লাব এসেম্বলিতে ইয়ার লাঞ্চিং প্রোগ্রাম এর অধীনে ২০২১-২০২২ মেয়াদের রোটারী ক্লাব অব ইসলামাবাদ এর পক্ষ থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচি চ‚ড়ান্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-চারজন দুঃস্থলোকের মাঝে রিকসা ভ্যান প্রদান ও ব্যবসা শুরু করার জন্য তাদের প্রতিজনকে ৫ হাজার টাকা করে প্রদান, বেকারদের কর্মসংস্থান কর্মসূচির অধীনে ব্যবসার জন্য চারজনকে অর্থ সহায়তা, গৃহহীনদের জন্য স্বল্প মূল্যের হাউজিং তৈরি, মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, চক্ষুশিবির পরিচালনা এবং কোভিড-১৯ মহামারী প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন ও মাস্ক বিতরণ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্লাবের উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ হারুন, ২০২০-২০২১ মেয়াদের পিপি রোটারীয়ান শওকত ওসমান, পিপি রোটারীয়ান ওসমান গণি মনসুর, পিপি রোটারীয়ান শফিকুল আলম খান, পিপি রোটারীয়ান এম মুসলেম উদ্দিন, পিপি রোটারীয়ান বোরহান উদ্দিন আহমেদ চৌধুরী, রোটারীয়ান এ এম মহিউদ্দিন, পিপি রোটারীয়ান শওকত হোসাইন, পিপি রোটারীয়ান মো. মাহফুজ রহমান, পিপি রোটারীয়ান ক্যাপ্টেন আজিজুল হক, পিপি রোটারীয়ান প্রকৌশলী এম এ রশীদ, আইপিপি প্রকৌশলী আলতাফ মোহাম্মদ হান্নান ও ২০২০-২০২১ মেয়াদের সেক্রেটারী পিপি রোটারীয়ান কাজী জাহেদ ইকবাল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি