রোটারী ক্লাবের ১০ হাজার গাছের চারা বিতরণ

41

গত ২০ জুলাই শনিবার নগরীর বনায়ন নার্সারী প্রাঙ্গন হইতে বিনামূল্যে দশ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা কর্ণফুলী জোনের ৩০টি রোটারী ক্লাব ও বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রি প্লান্টেশন চেয়ার রোটারিয়ান কাজী ইউছুপ আলী চৌধুরী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮২ গর্ভনর এম আতাউর রহমান পীর, কর্মসূচী উদ্ভোধন করেন। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, ডিষ্ট্রিক সেক্রেটারী রোটাঃ নিরেশ চন্দ্র দাশ, লেঃ গর্ভনর রোটাঃ মাহফুজুল হক, এডিশনাল লেঃ গভর্নর রোটাঃ ওমর আলী ফয়সাল, ডিপুটি গভর্নর রোটাঃ সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু, ট্রি প্লান্টেশন কো-চেয়ার রোটাঃ এস এম আব্দুল হাকিম, রোটাঃ কোহিনুর বেগম, ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ মাসুদুর রহমান খান, ক্লাব সেক্রেটারী রোটাঃ মফিজুর রহমান সহ জেলার বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাগণ। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বৃক্ষরোপন করা সামাজিক দায়িত্ব প্রতি বছরের ন্যায় রোটারীয়ানরা সারাদেশে প্রচুর বনায়ন করার লক্ষ্যে নিরলস কাজ করেন। বনায়নের মাধ্যমে প্রকৃতির আসলরূপ ফিরে পায়। গাছ আমাদের অক্সিজেন ফল ও ঔষদের সহায়তা করে। তাই এর গুরুত্ব অপরিসিম। গাছ রোপন করা ছদকায়ে জারিয়ার মত কাজ। শুধু বৃক্ষ রোপন করলে হবেনা, সাথে সাথে তার যথাযথ রক্ষনা বেক্ষন করতে হবে। আগামী প্রজম্মের বেচে থাকার জন্য যত বেশী গাছের প্রতি যতœবান হবে ততই পরিবেশ ভাল থাকবে। এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেন রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল, এনসিয়েন্ট চিটাগাং, বে ভিউ, সেন্ট্রাল, বেঙ্গল সিটি, কর্মাশিয়াল সিটি, ইস্ট, হ্যারিটেজ, হিল সিটি, হার্বার, ডাউন টাউন, এলিট, মিড সিটি, মিড টাউন, পার্ল, পিচ, পাইওনিয়র, পোর্ট সিটি, রেইনবো, সাউথ, সুগন্ধা, নর্থ, ইসলামাবাদ, গ্রেটার চিটাগাং, আপ টাউন, রোজ গার্ডেন, চিটাগাং ক্লাব, লেক ভিউ, ওশান বøু, ওয়াটার ফল, কক্সবাজার এসোসিয়েশন ফোরাম, বিএফ শাহিন স্কুল,কলেজিয়েট স্কুল, সেটেলমেন্ট পাবলিক স্কুল। সভা শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর ইভেন্ট প্রমোশন রোটারিয়ান সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু। তিনি ব্রিটিশ আমেরিকান টোবাকো, চট্টগ্রাম সেন্টারের সকল কর্মকর্তাদেরকে গাছের চারা দিয়ে সহযোগিতা করার জন্য অভিনন্দন জানান এবং আর্তমানবতার সেবায় সকলকে এগিয়ে আসার আহব্বান জানান।