রোটারি ক্লাব চিটাগাং সিটির সুরক্ষাসামগ্রী বিতরণ

28

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দুর্গম এলাকায় করোনা রোগীদের সাহাযার্থে এগিয়ে এসেছেন রোটারি ক্লাব অব চিটাগাং সিটি এবং চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের প্রাক্তন ছাত্রদের সংগটন ইউপিএ (ইউএসটিসি ফার্মাসিস্ট এ্যাসোসিয়েশন)। গত ২৩ জুলাই ইউএসটিসি ক্যাম্পাসে পাহাড়ি প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী। এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসি ফার্মাসি বিভাগের চেয়ারম্যান আব্দুল মোতালেব। রোটারী ক্লাব অফ চিটাগাং সিটি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রোঃ মোঃ শাহজাহান, সেক্রেটারী রোঃ ও ফার্মাসিস্ট মোঃ শরিফুর রহমান, রোঃ ও ফার্মাসিস্ট মৃনাল কান্তি দত্ত ,রোঃ মোহাম্মদ হোসেন এবং ফার্মাসিস্ট রোঃ দেবাশিস বড়ুয়া। ইউপিএ এর সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম কায়সার, সালাউদ্দিন পিয়াস সহ আরো অনেকে। পাহাড়ি সংঘটন তারুন্যের সংশপ্তক এর পক্ষে হলামংসিন মারমা ও বুড্ডিস্ট ইয়োথ গ্রুপ থেকে সজিব চৌধুরী গুঞ্জন অনুদান গ্রহণ করেন। বিজ্ঞপ্তি