রোটারি ক্লাব চিটাগাং ইম্পেরিয়ালের স্বাস্থ্যসেবা ক্যাম্প

40

রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়ালের উদ্যোগে চাঁদপুর বেলগাঁও চা বাগানে, পুকুরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম-এ ১৬ ডিসেম্বর, ২০১৯ইং বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব এর প্রেসিডেন্ট মো. মাসুদুর রহমান খান। উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পের স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল এর প্রেসিডেন্ট মো. মাসুদুর রহমান খান, রোটারী ও ক্লাব প্রজেক্ট স্বাস্থ্যসেবা ক্যাম্পে সম্পর্কে বর্ণনা করেন ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্নর ও সিপি মো. নজরুল ইসলাম নান্টু, পরিচালনায় সার্বিক তত্ত¡াবধানে ছিলেন রোটা. ডা. জনি সরকার ও মো. আবুল বাশার, ম্যানেজার, চাঁদপুর বেলগাঁও টি ষ্টেট, চিকিৎসা প্রদান করেন ডা. জনি সরকার, অর্থোপেডিক চিকিৎসক ও সার্জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডা. ফজলুল করিম, সহকারী রেজিষ্টার, মেডিসিন, সিএমসিএস, ডা. সাদিয়া আহমেদ, স্ত্রী, প্রসুতি রোগ চিকিৎসক ও সার্জন, সিএমসিএস, ডা. সানি দেব, দন্ত রোগ চিকিৎসক ও সার্জন, ডা. শাহেদ বিন মোস্তফা, শিশু রোগ বিশেষজ্ঞ, আগ্রাবাদ মা-শিশু হাসপাতাল সার্বিক সহযোগিতায় পুকুরিয়া ডিজিটাল ল্যাব এন্ড হস্পিটাল, ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্নর ও সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু তার বক্তব্যে বলেন রোটারী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্যের চিকিৎসা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ, রক্ষ পরীক্ষা, নিউরো প্যাথি টেষ্ট ইত্যাদি করানো হয়। এখানে আনুমানিক ৫০০ এর অধিক রোগীকে চিকিৎসা সেবা ও ৪০ হাজার টাকার সমপরিমান মূল্যের ঔষধ বিতরণ করা হয়। ভবিষ্যতে এই ধরনের চিকিৎসা ক্যাম্প বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। রোটারীয়ানরা শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্য, জনসচেতনতা মূলক প্রচারনা, সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেন। আরো উপস্থিত ছিলেন রোটাঃ ক্লাব অব ইম্পেরিয়ালের সদস্য রোটাঃ ওমর মুনতাকিন মুহিত, রোটা. কাজী কামরুল ইসলাম চুন্নু, রোটা. ডা. জনি সরকার ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ঔষধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও নার্স। বিজ্ঞপ্তি