রোটারি ক্লাব কমার্শিয়াল সিটি ও ওয়াটার ফলের ঈদপুনর্মিলনী

33

রোটারী ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটি এবং চিটাগাং ওয়াটারফলের যৌথসভা এবং ঈদ পুনর্মিলনী উদযাপিত হয় গত ১৬ আগস্ট ওয়াটারফলের অস্থায়ী কার্যালয়ে। সভাপতিত্ব করেন যৌথভাবে রোটারী ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির সভাপতি রোটারিয়ান শাহীন আলম সরকার এবং চিটাগাং ওয়াটারফলের সভাপতি রোটারিয়ান আয়েশা বেগম। এতে চিটাগাং ওয়াটারফলের এসাইন এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান মোঃ আমিন উল্লাহ মোরশেদ উপস্থিত ছিলেন।
এসিস্ট্যান্ট গভর্ণর মোঃ আমিন উল্লাহ মোরশেদ তাঁর বক্তব্যে বলেন, যৌথ সভা এবং ঈদ আনন্দ ভাগাভাগি করা একটি প্রশংসনীয় উদ্যোগ এবং এ উদ্যোগ নেওয়ার জন্য ক্লাবদ্বয়কে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি স্মরণ করিয়ে দেন ধনী গরিবদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার যে চিরায়ত নিয়ম তা যেন রোটারিয়ানদের জীবনে অব্যাহত রাখেন। এ সভায় চট্টগ্রামের অনেকগুলো ক্লাবের প্রতিনিধিরা অংশগ্রহণ করে প্রোগ্রামের সৌন্দর্য বাড়িয়ে দেন। এ ২টি ক্লাব সহ ২২টি রোটারী ক্লাবের চলমান ডেঙ্গু সচেতনতামূলক প্রোগ্রামের পাশাপাশি অন্যান্য সেবা বর্ধিত আকারে করার আহব্বান জানান। বক্তব্য রাখেন চিটাগাং কমার্শিয়াল সিটির রোটারিয়ানবৃন্দ পিই মো. ইউনুস, ভিপি মো. ইসাহাক, ইঞ্জিনিয়ার ইমরান, ইঞ্জি. মো. রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, চিটাগাং ওয়াটারফলের রোটারিয়ানবৃন্দ পিপি প্রফেসর ফাতেমা জেবুন্নেছা, পিপি নুরুল আলম কিরণ, ড. নুরুল আবছার, পিপি আজিম উদ্দীন, পিই এ্যাডভোকেট ওয়াসিম শরীফ বাবু, সাকিব নেওয়াজ, নুরে আলম, পিপি প্রফেসর জাকারিয়া, পিপি রেজাউর রহমান খোকন এবং ভিজিটিং সভাপতি ও অন্যান্য রোটারিয়ানবৃন্দ আগ্রাবাদের পিপি এস কে আজীম পিন্টু, পাইওনিয়ারের সুদীপ কুমার চন্দ, হিলটাউনের দেবদুলাল ভৌমিক, ইস্ট এর পিপি আরিফ শাহীন, সিটির এ্যাডভোকেট জহির, ডাউনটাউনের আবুল কালাম আজাদ, পোর্ট সিটির মিন্টু ইব্রাহীম, পার্ল এর শাওন পান্থ, সিপি সিজ্জিল, সুবর্ণা রহমান, সুগন্ধার শাহআলম, কসমোপলিটনের পিপি সালাউদ্দিন, মেরিন সিটির পিই ওমর ফারুক জুয়েল, রেইনবোর সমুদা বেগম, অতিথি টিভি শিল্পী মাহফুজ প্রমুখ। বিজ্ঞপ্তি