রোটারি ক্লাব ওয়াটারফলের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি

37

গত ৪ আগস্ট মেহদীবাগস্থ এনআইকেএডুতে রোটারি ক্লাব অব চিটাগাং ওয়াটারফলের পৃষ্ঠপোষকতায় ২৫জন ছাত্র-ছাত্রীর জন্য ৩ মাসের একটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন প্রধান অতিথি পিডিজি প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। ক্লাব প্রেসিডেন্ট আয়েশা বেগমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসিস্টেন্ট গভর্ণর আমিন উল্লাহ মোরশেদ। বক্তারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং আশা করেন চট্টগ্রামের প্রায় ৫০টি রোটারি ক্লাব আমাদের তরুণ প্রজন্মকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিবেন। বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগ। সুতরাং এ শিক্ষা জীবনের পরতে পরতে প্রয়োজন। এ ধরনের ভাল কাজের পৃষ্ঠপোষকতার জন্য ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান প্রফেসর ফাতেমা জেবুন্নেছাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন চিটাগাং ইস্ট রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান ডা. সুমন। চিটাগাং কমার্শিয়াল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান শাহীন আলম সরকার, পোর্ট সিটি রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মোর্শেদ, পিপি রোটারিয়ান ইঞ্জি. নাঈম, মেরিন সিটি রোটারী ক্লাবের পিই মো. ওমর ফারুক, প্রোগ্রাম চেয়ার ইউএসটিসির প্রো-ভিসি রোটারিয়ান ড. নুরুল আবছার, ওয়াটারফলের সদস্যবৃন্দ যথাক্রমে আইপিপি আজিম উদ্দীন পিএইচএফ, আরিফুর রহমান, ওয়াসিম শরীফ, প্রফেসর জাকারিয়া, পিপি রেজাউর রহমান পিএইচএম, প্রফেসর রেজাউল করিম, নুরে আলম, শাহ আলম, প্রফেসর নাদিয়া চৌধুরী, সাকিব নেওয়াজ চৌধুরী এবং পিপি নুরুল আলম চৌধুরী কিরণ পিএইচএফ প্রমুখ। বিজ্ঞপ্তি