রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের অভিষেক

10

রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৮ম অভিষেক গত ২৩ জুন ক্লাব সভাপতি রোটারিয়ান আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি মীর নাজমুল আহাসান রবিন’র সঞ্চালনায় নগরীর একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রোটারি জেলা গভর্ণর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২, গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, অ্যাসিসট্যান্ট গভর্নর ও বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ মুসলিম, সচিব প্রতিবেদন পেশ করেন রোটারিয়ান শামসুন নাহার। রোটারিয়ান ডা. মোআহাম্মদ মুছা’র কোরআন তেলওয়াত এবং রোটারিয়ান আবদুল আহাদের রোটারি প্রত্যয় পাঠ-এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান নাসির উদ্দিন’র আহব্বানে কোভিড-১৯ ফ্রন্ট লাইনার অ্যাওয়ার্ড গ্রহণ করেন চট্টগ্রাম ম্যাডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক রোটারিয়ান ডা. মোহাম্মদ মুছা, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডা. বিদ্যুত বড়ুয়া, মা শিশু ও জেনারেল হাসপাতালের সহকারি অধ্যাপক রোটারিয়ান ডা. কামাল হোসাইন জুয়েল, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার রোটারিয়ান ডা. মাহবুবুর রহমান সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর মো. সুমন, ক্লাবের অতীত সভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর আলম জীম, অতীত সভাপতি রোটারিয়ান এস.এ সাহেদ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সাইফুল আলম শিমুল ও প্রেসিডেন্ট নমিনি মো. তাজউদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, হাসিনা আক্তার লিপি, হারুন উর রশিদ, আফতাব উদ্দিন, লিয়াকত আলী চৌধুরী, আশরাফুল আলম আলভী, এডভোকেট শিবলু, মেজবাহ উদ্দিন চৌধুরী, নাজমা সুচি প্রমুখ। বিজ্ঞপ্তি